শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ মার্চ ২০২৪ ২২ : ১৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: কোনও ব্যক্তিগত আক্রমণ নয়। ওটা বিজেপির কালচার। ঘনিষ্ট সহকর্মী লকেট তাঁর বিরুদ্ধে যাই বলে বলুন। তিনি লকেটের প্রসঙ্গে কিছু বলবেন না। কারণ দল তাঁকে সেই শিক্ষা দেয়নি। সবটাই রাজনৈতিকভাবে জবাব দেবেন। শনিবার চুঁচুড়ায় সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। এদিন তিনি বললেন, "মানুষের সঙ্গে আছি, থাকব। দিদি নম্বর ওয়ান আমাকে পরিচিতি দিয়েছে। দিদি আমাকে নতুন মঞ্চ দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি সেই সম্মানের মর্যাদা রাখব।" হুগলিতে এসে তিনি অভিভূত। দলীয় নেতৃত্বের অকল্পনীয় সাহায্য পেয়েছেন। এই সুযোগ পেয়ে তিনি গর্বিত। "মানুষের সেবা করে যাব। আজ প্রথম হুগলিতে এসেছি। অসংখ্য মানুষের আশীর্বাদ পেয়েছি। এখন থেকে হুগলি আমার দ্বিতীয় ঘর।", বললেন রচনা।
বহু আন্দোলনের সাক্ষী সিঙ্গুর। শুক্রবার সেই সিঙ্গুর থেকেই প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। আর দিদি নম্বর ওয়ান-কে দেখতে উপচে পড়ল মানুষের ভিড়। প্রার্থী ঘোষণার সময় থেকেই রচনা সিঙ্গুর থেকে তাঁর প্রচার শুরু করার কথা বলেছিলেন। সেই অনুযায়ী এদিন দুপুর দুটো নাগাদ সিঙ্গুরে এসে পৌঁছন রচনা। প্রথমে সিঙ্গুর ডাকাত কালীমন্দিরে পুজো দেন। একইসঙ্গে পুজো দেন পাশে থাকা একটি শিব মন্দিরেও। তৃণমূলের তারকা প্রার্থীকে একবার দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ডাকাত কালীমন্দির চত্বরে। উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে ঢাকের বাজনায় স্বাগত জানানো হয় তৃণমূল প্রার্থীকে। পাশাপাশি ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয় তাঁকে। পুজো সেরে ডাকাত কালীমন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহা পট্টিতে যান রচনা। পথে দলীয় কর্মীদের দেওয়ালে লিখনে অংশগ্রহণ করেন। তুলি ধরে দেওয়াল লেখেন। হাসিমুখে সকলকে হাত নেড়ে জানান দেন তিনিই দিদি নম্বর ওয়ান। আর ভিড় সামলাতে রীতিমতো হিমসিম অবস্থা হয় তৃণমূল বিধায়কদের।
হুগলি লোকসভা কেন্দ্রের অন্তরগত সাতটি বিধানসভা সিঙ্গুর, ধনিয়াখালী, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড় ও পান্ডুয়া। লোহাপট্টি এলাকায় পৌঁছনোর পর প্রার্থীকে নিয়ে বৈঠক করেন পাঁচ বিধানসভার বিধায়ক এবং তৃণমূল নেতৃত্ব। বৈঠকে প্রচারের ধরণ, কৌশল, রোড শো, সভা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়। তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে মূলত নির্বাচনী রণকৌশল ঠিক করার জন্যই এই বৈঠক। লোহাপট্টিতে বৈঠক এবং কর্মিসভার পর ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রে যান রচনা। সেখানে ধনিয়াখালি বাসস্ট্যান্ডে সভা করেন। সেখান থেকে আসেন চুঁচুড়া। তালডাঙ্গায় রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দেন। চুঁচুড়া খাদিনার মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রচনা।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...